+88-01730050200
FM Method Campuses Apply for Franchise Student Login / Online Admission
0
FM FM FM
  • Home
  • About Us
    • About FM (Principal Mohammed Feroz Mukul) 
    • Comparative Study
    • FM Method এ বাংলা ভাষার শ্রেণিবিভাগ
    • FM Method কি?
    • FM Sir এর ফ্রি Orientation Class জীবনে একবার হলেও করে দেখুন
    • FM স্যারের পরিচিতি
    • What is FM Method?
    • অনাবিষ্কৃত সত্য (Unrevealed Truth)
    • কেন আপনি FM Method এ ইংরেজি শিখবেন?
    • প্রচলিত পদ্ধতির সাথে FM Method এর তুলনামূলক আলোচনা
  • Package
    • Comprehensive English Language Course on FM Method
    • Advanced English Language Course on FM Method
    • Grammar Course on FM Method
    • IELTS
  • Book List
  • Gallery
    • Video Gallery
    • Complements
    • Commendable
    • Image Gallery
    • Achievement
  • Course Time
  • Comments
  • Contact Us
    • Our Campuses
    • Leased Campuses
    • সাবধান
  • Online Course

Registration Process

FM METHOD
FM METHOD

Online এ Proficiency in English Language Certificate Course on FM Method

গবেষক, উদ্ভাবক ও ইংরেজি ভাষা শিক্ষাদান পদ্ধতির সংস্কারক অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল নিজে On line এ এই কোর্সের Class নিয়ে থাকেন। এই কোর্সে থাকবে

1. Comprehensive English Language Course on FM Method| যার মাধ্যমে ৬টি Skills develop হবে। যথা
a) Fluency b) Vocabulary c) Speaking d) Writing e) Presentation & f) Grammar
(Online এ আড়াই মাসের এই কোর্সের ফি - ৫০০০/-)
এই কোর্সের জন্য FM স্যার রচিত অতি প্রয়োজনীয় ৩টি বই সংগ্রহ করতে হবে। 1) Speaking, Writing, Vocabulary, Presentation and Grammar Course on FM Method, 2) Test Your Knowledge in English for Further Practice Ges 3) FM’s Necessary Vocabulary with Standard Pronunciation বইগুলোর জন্য যোগাযোগ করতে হবে ১। এফএম পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা, মোবাইল-০১৭৩০০৫০২২৮ ২। এফএম মেথড, হেড অফিস, এফএম টাওয়ার, মোবাইল- ০১৭৭১০৮০২২৭ এবং ৩। নীলক্ষেত, অতুল বুকস, মোবাইল-01720957728

   


2. Advanced English Language Course on FM Method (৩ মাসের এই কোর্সের ফি - ৭০০০/-)

Comprehensive English Language Course on FM Method না করে এই কোর্সটি করা যাবে না।

FM স্যারের স্পষ্ট বক্তব্য - Grammar শিখতে হয় ভাষা শেখার পরে। অর্থাৎ আগে ভাষা, পরে Grammar । ভাষা আল্লাহর সৃষ্টি, আর Grammar মানুষের তৈরি। বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা মহান আল্লাহপাক নিশ্চয়ই এতটা অক্ষম নন যে, তাঁর সৃষ্ট ভাষা মানুষকে শিখাতে হলে মানুষেরই সৃষ্ট জিনিসের সাহায্য নিতে হবে আগে। নাউযুবিল্লাহ। - এই ধারণা সম্পূর্ণ ভুল।

ভাষা শেখার পর Grammar শেখা প্রয়োজন। আমাদের দেশের শিক্ষা পদ্ধতির ন্যায় আগে Grammar শিখে পরে ভাষা শিখতে হলে - না হয় Grammar শেখা, না হয় ভাষা শেখা। Grammar যতটা না শেখার বিষয়, তার চেয়ে বেশি বোঝার বিষয়।
3. Grammar Course on FM Method | (৩ মাসের এই কোর্সের ফি ৫০০০/- টাকা।)

NB: এই ৩টি কোর্স করার পর মূল সার্টিফিকেট পাওয়া যায়। যদিও প্রতিটি কোর্সের পর সাময়িক সার্টিফিকেট দেয়া হয়।





Public Opinions

  • blog
    2017-11-02 20:58:04

  • blog
    2017-11-01 00:45:33

    apnader kono online spoken course korar bebosta ase

  • blog
    2017-10-15 05:29:01

  • blog
    2017-10-14 07:19:29

    Dear mukul sir, I want to learn FM Method online learning course. I live in Lalmonirhat.

  • blog
    2017-09-20 23:22:57

    আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাহ কাতুহু। স্যার, আমার নাম মোঃ রুহুল আমীন, থানা রুপগঞ্জ, জেলা নারায়নগঞ্জ। গভার্মেন্ট তিতুমির কলেজের অনার্স তৃতীয় বর্ষের একজন ছাত্র। আমার লাইফে ক্লাশের বই ছাড়াও অনেক লেখকের ইংরেজী বই কিনেছি শুধুমাত্র ইংরেজী ভাষায় শেখার জন্য কিন্তু তাতে ফল পাইনি। স্যার, আপনার লেখা FM Method বইটি অসাধারণ। ইংরেজী ভাষা শেখার উপর যত লেখকের বই রয়েছে এই বাংলাদেশে তার মধ্য থেকে আপনার FM Method বইটি আমার জন্য শ্রেষ্ঠ উপহার। আমি যখন বইটি পড়ছিলাম তখন প্রত্যেকটা অধ্যায় বা ধাপে ধাপে মনে মনে হচ্ছিল এই বইটি আরোও আগে কেনো আমি পাইনি এবং এও মনে হচ্ছিল সরকারের উচিৎ এই বইটি বোর্ড বই হিসেবে সীকৃতি দেয়া। যদি এই বইটি বোর্ড বই হিসেবে প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাধ্যমিক স্কুলে এবং কলেজে পড়ানো হয়ে ইনসাল্লাহ অবস্যই ক্লাশ নবম ও দশম শ্রনী থেকেই ইংলিশে অনর্গল কথা বলতে পারবে ছাত্র ছাত্রীরা। খাবার যদি রান্না করার পর টেষ্ট না হয় বা খাবারে স্বাধ না থাকে তা খেতে ভাল লাগেনা। গ্রামারের মাধ্যমে প্রচলিত যে ইংরেজী শিক্ষা এতে কোনো প্রকার স্বাদই নাই যার ফলে শিক্ষার্থীরা স্কুলে ইংরেজীকে ভয় পায় এবং ইংরেজী ভাষা শিখতে বা খেতে অনিহা দেখায় আর তাই মুখস্থ ও নকল করার উপর নির্ভরশীল হয়ে পরে। আমি নিজেই সাক্ষী পরীক্ষার পূর্বেই টাকার বিনিময় বোর্ড প্রশ্ন পেয়ে যেতাম। আমি কলেজে ইংরেজী প্রশ্ন টাকা দিয়ে কিনতাম। পরীক্ষায় ফেল করার চেয়ে টাকা দিয়ে প্রশ্ন কেনাটাই ভাল মনে করতাম তখন, কারন এছাড়া উপায় ছিলনা। আমার ইংরেজীর উপর কত আগ্রহ তা আপনি নিজে চোখে না দেখলে বুঝবেননা হয়ত। কিন্তু এই আমি সেই ৬ষ্ঠ শ্রেনী থেকে আজ অবধি চেষ্টা করেও ইংরেজীতে দক্ষতা অর্জন করতে পারলামনা।একটি Sentence লিখতে গেলে কোথায় যেনো সংশয় থেকে যেতো। যখনি প্রচলিত ইংরেজী বোর্ড বইগুলো হাতে নেই ইংরেজী শেখার জন্য তখনি মাথা ঘুড়ে যায় তাদের ভুরি ভুরি অহেতুক ও নিষ্প্রয়োজনীয় গ্রামার রুলস দেখে যার ফলে প্রচুর আগ্রহ থাকার পরও বিরক্তিবোধ হতো তারপরও কষ্ট করে পড়তাম।পড়লে কি হবে অধ্যায়ে অধ্যায়ে গিয়ে আটকে যেতে হতো আর প্রশ্ন জাগতো কেনো এমন হলো? তাহলে এটার সমাধ কিভাবে হবে? । কিন্তু প্রশ্নের উত্তর দেবে কে? যে বোর্ডব বই পড়ে ছাত্র ছাত্রীর মনে জাগা প্রশ্নের উত্তর সহজে খুজে পায়না শিক্ষা ব্যাবস্থায় সেই বইয়ের কী ধরকার আমার বুঝে আসেনা। আমি একজন ছাত্র আমি জানি ছাত্র ছাত্রীরা চার'শ পাঁচ'শ টাকা দিয়ে প্রচলি যে ইংরেজী বোর্ড বইগুলো কেনে তা কেবল মাত্র পেরাগ্রাফ, লেটার,এ্যাপলিকেশন,কম্পজিশন,ডায়ালগ মুখস্ত করার জন্যই কেনে, ইংরেজী ভাষা শেখার জন্য নয় কারন এগুলোতে শেখার মত কিছুই নেই। এত বাধা সত্যেও অনেকটা জোর পূর্বক টেন্স গ্রামারগুলো গিলতাম কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে তারপও ২০ বছর পার হয়ে গেলো আজও ইংরেজী ভাষা শেখা হয়নি অথচ এখন আমি অনার্স ৩য় বর্ষের ছাত্র । ঐ অবৈজ্ঞানিক বইগুলো দিয়ে কিছুই শিখতে পারিনি ফলে অনার্সে ইংরেজী বিষয়ে আমার আর চান্স পাওয়া হলনা। এখনও কষ্ট পাই এই ভেবে যে ইংরেজী শেখার প্রতি এত প্রবল আগ্রহ থাকার পরও ইংরেজী নিয়ে পড়াশোনা করতে পারলামনা। বুকের ভেতর খুব ব্যাথা লাগে মনে হলে। এখন ইংরেজী একটা কথা বলতে গেলে আগে গ্রামারের রুলস মাথায় চলে আসে এবং ভাবতে হয় যার ফলে একটা লাইন লিখতে বা বলতে গেলে সময় নিয়েতে হয় হাফ মিনিট। আর এইভাবে হাফ মিনিট করে যদি ভেবে কথা বলি বা লিখি তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে একবার ভাবুন? প্রচলিত ইংরেজি শিক্ষা ব্যাবস্থা আমার জীবনের কত বড় ক্ষতি করেছে একমাত্র আমি ভাল বুঝতেছি। আমি এক কথায় বলতে চাই আমার এই অধপতনের জন্য শিক্ষা বোর্ডের দায়ীত্বে যারা আছেন তাদের বিচার হওয়া উচিৎ। কারন ইংরেজী বিষয়ে অনার্স করার সিদ্ধান্তটা আমার ভবিষ্যৎ ছিল কিন্তু ইচ্ছা থাকা সত্যেও পারলামনা তাদের অবৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতির কারনে। কিন্তু আজ কয়েকদিন হলো ফিরোজ মুকুল স্যারের FM ম্যাথড বই পড়ে নিজেকে আত্মনির্ভরশীল মনে হচ্ছে । এখন ইংরেজী বলেতে সমস্যা হচ্ছেনা। পূর্বে ইংরেজী বলা বা লিখার আগে বা পরে ভাবতে হতো sentence টি ঠিক হয়েচ্ছে কিনা, গ্রমারের নিয়ম অনুসারে হয়েছে কিনা কিন্তু এখন আর ভাবতে হয়না। এমনিতেই সব ঠিক হয়ে যায়। এখন আমি বুঝতেও পারি কোথায় কোন গ্রামার ব্যাবহার করতে হবে। যখন একজন ছাত্র বা ছাত্রী ভাষা শিখে ফেলে তখন গ্রামার বুঝাটা বা গ্রামার ধরতে পারাটা তার জন্য কোনো ব্যাপারইনা। ফিরোজ মুকুল স্যারের। FM Method বই পড়ার পর যেমনটা আমার কাছে এখন গ্রামার বুঝতে পারাটা কোনো ব্যাপারইনা। আল্লাহর রহমতে মুকুল স্যার এফএম ম্যাথড বইয়ের প্রত্যেকটা পার্ট এত বৈজ্ঞানিক কৌশলের সাথে সাজিয়েছেন যা পড়লে মনে হয় ২০ বছরে যা পারিনি কয়েক দিনেই তা পারছি FM Method বইটির সাহায্যে। সত্যিকার অর্থেই বইটি বাংলাদেশের শ্রেষ্ট বই ইংরেজী ভাষা শেখার উপর।যদি তাই না হত তাহলে এত কষ্ট করে এতগুলো কথা লিখতামনা সময় ব্যায় করে এবং নিজের বদনাম নিজে প্রকাশ করতামনা। বইটি বোর্ড বই হিসেবে ক্লাশে পড়ানো উচিৎ এবং বাংলাদেশে ইংরেজী শেখার উপর যত বই রয়েছে তার মধ্যে FM Method বইটি অবশ্যই বোর্ড বই হিসেবে সমীকৃতি পাওয়ার সবচেয়ে বেশি যোগ্যতা রাখে। আল্লাহু আকবার। স্যার আপনি কি সুন্দর করে প্রত্যেকটা অধ্যায় সাজিয়েছেন, অসাধারন। সত্যি-ই আপনি ইংরেজী অধ্যাপক ও গবেষক হিসেবে জাতিকে কিছু দিতে পেরেছেন যা ইংরেজী শেখার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জন্য শ্রেষ্ঠ উপহার। নিঃসন্দেহে আপনার এই FM Method বইটি আপনার জীবনের শ্রষ্ঠ কীর্তি। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।আমীন। আপনার জন্য আমার মন থেকে শুধু দোয়াই আসছে।

  • blog
    2017-08-26 09:27:37

    Govt. Tolaram College এর MBA (Accounting) এর ছাত্রী- উম্মে ছালমা, মোবাইল নং - ০১৮৭১+++৮৮১, ০৭.০৭.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ বিগত দিনগুলোতে আমি মনে করতাম ‘English’ বিষয়টি ছিল গোলক ধাধার মত। যার সমাধান করা আমার পক্ষে আদৌ সম্ভব হয় নি। কিন্তু আজ, এখন, আর এই মূর্হুত থেকে আমার সেই ধারণা পাল্টে গেল। আজকের সেমিনারে আমি সেই চাবিকাঠি খুঁজে পেলাম, যার দ্বারা সমস্যার সমাধান সম্ভব। আর সেটি হল FM Method.

  • blog
    2017-08-26 09:01:42

    বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এর অনার্স ২য় বর্ষের আইন ও বিচার বিভাগের ছাত্র - আব্দুল হালিম সরদার (সাব্বির), মোবাইল নং- ০১৮৫৪-৬৮৮৮৭৬, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ আজই ছিলো FM Method এ আমার প্রথম কোন ক্লাস। FM Method এর “মেধাবী বাংলাদেশ” গড়ার আন্দোলনের কথা আমি অনেক আগে থেকেই শুনে আসছিলাম। Grammar এর নিয়ম পদ্ধতি ব্যতিতও যে খুব সহজেই ‘English’ শেখা, জানা, বলা এবং লিখা পড়া যায় তা আমার কাছে একটা সময়ে হাস্যকর মনে হতো। কিন্তু আজকের সরাসরি FM স্যারের ক্লাস করবার পর বুঝলাম এই FM Method টি-ই প্রচলিত Grammatical নিয়ম-পদ্ধতির চেয়ে অধিকতর সহজ এবং উন্নত ও বাঙালিদের জন্য উপযুক্ত। শুধুমাত্র বাংলা বাক্যের শেষ শব্দটির মাধ্যমেই ছোট এবং ছোট থেকে বড় বাক্য তৈরি করবার পদ্ধতি সত্যিই দারুন। আমি যতটা না অভিভূত হয়েছি তার চেয়ে বেশি আকর্ষিত হয়েছি। অবিস্মরণীয় এক পদ্ধতি উদ্ভাবন করেছেন শ্রদ্ধেয় FM স্যার।

  • blog
    2017-08-26 09:01:06

    Dania University College, Jatrabari, Hon’s 3rd Year, Economics এর ছাত্র - Mohammad Sabuj Hossain, মোবাইল নং- ০১৯৯৩০০৩৩৬৬, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ প্রথমে ধন্যবাদ জানাই আল্লাহকে, যিনি FM Method এর ম্যানেজারের মাধ্যমে এখানে আসতে পেরে FM Sir এর ক্লাস করতে পেরেছি। আসলে আমরা জানতামই না যে ইংরেজি আমাদের জন্য কতটা সহজ। আমি নিজেই অনেকটা দূর্বল ছিলাম এমনকি অনেক ভয়ও পেতাম ইংরেজি নিয়ে। সংক্ষেপে বলতে চাই FM Sir এর একটা ক্লাস করে আমি বুঝতে পেরেছি যে ইংরেজি শেখা কত সহজ। তাই আমি চাই FM Method এ ভর্তি হয়ে ইংরেজির ভয়কে দূর করতে। ইনশাআল্লাহ। একটা জিনিসই সবচেয়ে বেশি মজার যে Tense Grammar নয় বাংলা বাক্যের শেষ শব্দটি English Sentence এর গঠনকে রূপান্তর করে বা নিয়ন্ত্রণ করে। ইংরেজি শিখতে হলে FM Method অতীব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ FM Sir কে।

  • blog
    2017-08-26 08:58:01

    বরিশাল সরকারি মহিলা কলেজ এর অনার্স ২য় বর্ষের রসায়ন বিভাগের ছাত্রী - আতিকা রহমান উর্মি, মোবাইল নং-০১৭২১+++৩৫৫, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ FM Method এর সেমিনারে এসে সেমিনার শেষে আমি বুঝতে পারলাম Tense, Grammar এর মাধ্যমে কিছুতেই ইংরেজি শেখা সম্ভব না। বাংলা বাক্যের শেষ শব্দটি ধরেই আমরা ইংরেজি শিখতে পারি। আগে ভাষা শিখতে হবে তারপর আমরাই তার ভিতর থেকে Grammar বের করতে পারবো। FM Method এ এসেই আমি এটা বুঝতে পারলাম। FM Sir এর ক্লাস শেষে বুঝতে পারলাম ইংরেজি খুব কঠিন কিছুই না এটা আমরা খুব সহজেই শিখতে পারি।

  • blog
    2017-08-26 08:47:13

    বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র - মো: সিহাব সিকদার, মোবাইল নং- ০১৬৩২৭১২৮৭৬, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ আমার মতে FM Method এ ইংরেজি সঠিক পদ্ধতিতে শিখানো হয়। যার ফলে আমরা খুবই সহজে ইংরেজি শিখতে এবং লেখতে পারবো। তাদের এই পদ্ধতির ফলে মানুষ খুব দ্রুত ইংরেজি শিখে নিতে পারবে।

  • blog
    2017-08-26 08:46:42

    কসমো পলিটান কলেজ এর দ্বাদশ শ্রেণির ছাত্র - মো: ওমায়ের ইসলাম, মোবাইল নং- ০১৯৯০২৮৯৫০৩, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ FM Method হলো মানুষকে নতুন জীবনের দিকে নেওয়া। আগে জানতাম ইংরেজি ভাষা কত কঠিন। কিন্তু আমি FM Sir কথা যখন শুনলাম তখন বুঝলাম যে FM Method হলো ইংরেজির আসল উৎস এবং ইংরেজিকে সহজ করে শিখায়। তাই আমাদেরকে FM Method সঠিক পথ দেখাবে।

  • blog
    2017-08-26 08:45:50

    তাহমিনা বেগম, চাকুরীজীবি, মোবাইল নং-০১৯৩৯৪২৭৫.. , FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ আমার অসম্ভব ভালো লেগেছে। অনেক জড়তা ছিলো তা কেটেছে। নিজেকে নতুনভাবে আরো একবার প্রয়াস পেয়েছি সঠিক গন্তব্যে পৌঁছানোর। আমার বিশ্বাস FM Method একমাত্র পদ্ধতি, যা মানুষকে সহজভাবে ইংরেজি শিখাতে পারে।

  • blog
    2017-08-26 08:45:17

    ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা, সিভিল টেকনোলজি এর ছাত্র - মো: নাজিম উদ্দিন, মোবাইল নং- ০১৮৫৯৪৫৯১৫৩, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ আমাদের দেশের প্রচলিত ইংরেজি শিক্ষার মাধ্যমে সঠিক পদ্ধতিতে ইংরেজি ভাষা আয়ত্ব আনা সম্ভব নয়। যা FM Method পদ্ধতিতে সম্ভব।

  • blog
    2017-08-26 08:34:09

    সুমি কবির, মোবাইল নং-০১৫৫৬+++৫৯৩, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ FM Method এ এসে ইংরেজি শেখার ব্যাপারে আমার যে ধারণা ছিল তা একেবারেই পাল্টে গিয়েছে। আমি চাই আপনারাও আমার মতো FM Method এ আসুন। আমরাও এসেছি। এখানকার শিক্ষা পদ্ধতি খুবই সহজ। তাই সবার পক্ষে FM Method এ ইংরেজি শিক্ষা গ্রহণ করা সম্ভব হবে।

  • blog
    2017-08-26 08:33:21

    ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা, সিভিল টেকনোলজি এর ছাত্র - পার্থ সরকার, মোবাইল নং- ০১৯৩৭২৮৫৯৫২, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ FM Method একটি সুন্দর সহজ ও সাবলীল পদ্ধতি। এই পদ্ধতিতে ইংরেজি শিখে expart হওয়া যায়। যা আমি নিজে স্বাক্ষী। এটি একটি অভাবনীয় সাফল্য। আমি FM Method এর উত্তরা উত্তর সাফল্য কামনা করছি।

  • blog
    2017-08-26 08:32:50

    সৈয়দ বদরুল হাসান, চাকুরীজীবি, আঞ্চলিক ব্যবস্থাপক (ব্র্যাক), মোবাইল নং- ০১৭১২০৬৮৫৮০, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ FM Method এর ইংরেজি শিক্ষা পদ্ধতি আমার খুব ভাল লেগেছে। উক্ত পদ্ধতির মাধ্যমে যদি সময় করে আমি শিখতে পারতাম তাহলে নিজের ব্যক্তিগত জীবনের অনেক কাজে লাগতো। চাকুরী করার জন্য হাতে পর্যাপ্ত সময় না থাকায় শুক্র/শনিবার ব্যাচে অথবা বেচ করলে শেখার সুযোগ পেতাম।

  • blog
    2017-08-26 08:32:18

    University Laboratory College এর ছাত্র - Nazmus Sadat Sami, মোবাইল নং-০১৬৮২৪৩০৫৫৬, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ ধন্যবাদ FM স্যারকে, যিনি ৩২ বছর গবেষণা করে শুধুমাত্র বাঙালিদের ইংরেজি শেখার সুন্দর ও আধুনিক এবং সহজ সরল উপায় বের করেছেন। স্যার এই উদ্যোগ না নিলে হয়তো আমরা অবশ্যই ইংরেজি শেখা থেকে বঞ্চিত হতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • blog
    2017-08-26 08:31:36

    Md. Babar Hossain, Service, মোবাইল নং-০১৭১০৬৩৬৪৫৫, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ আমি এর আগে কখনও কোন Free seminar করিনি। আমার কাছে FM Method এ English Speaking শেখার পদ্ধতিটা ভাল লেগেছে। আশা করছি আমি এখানে শেখার সুযোগ পাব। সবাই আমরা সহজ পদ্ধতিতে শিখতে চাই। আর FM Method সে রকমই একটা ব্যতিক্রম শেখার পদ্ধতি। এই সহজ পদ্ধতি English শেখার গুরুত্বটা সবার কাছে সমান গৃহিত হয়েছে। FM Method এর ব্যতিক্রম English শেখার কৌশল পদ্ধতিকে আমি স্বাগত জানাই। আমি সত্যিই অবাক হয়েছি এত সহজে আসলে English শেখা যায়। অথচ আমরা গতানুগতিক Complexity টাই বেশি পছন্দ করি। হয়ত বা Admission নেয়ার পর আরও বেশি অবাকই হব FM Method এর আরও অনেক পদ্ধতি দেখে।

  • blog
    2017-08-26 08:30:53

    দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, কামিল, আল হাদিস বিষয়ে অধ্যয়ণরত ছাত্র - মো: মোফাজ্জল আলী শাহ, মোবাইল নং- ০১৭৫৮২৬১২৭৭, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ FM Sir এর ক্লাস অনেক ভালো লেগেছে। FM Sir এর English কোর্স একটি অসাধারণ কোর্স। যা ইংরেজি শিখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা আমি নিজে যাত্রাবাড়ী ক্যাম্পাসে FM Sir এর Orientation ক্লাস করে বুঝতে পেরেছি যে অন্যান্য ইংরেজি কোর্সগুলোর চেয়ে FM Method এর ইংরেজি কোর্স অনেক ভালো বলে মনে হচ্ছে। FM Method এর পদ্ধতিটি ইংরেজি শিখার ক্ষেত্রে একটি সহজ পদ্ধতি বলে মনে হয়।

  • blog
    2017-08-26 08:29:45

    মো: আনোয়ার হোসেন, চাকুরীজীবি, মোবাইল নং-০১৭২২-৫২৪৮৭৮, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ ইংরেজি শিখতে হলে আমার মতে FM Method ছাড়া অন্য কোন উপায় আমার জন্য অসম্ভব।

  • blog
    2017-08-26 08:28:10

    কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র - এমদাদ হোসেন জুয়েল, মোবাইল নং-০১৮৩৮১৩০৮৬৩, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ FM Method এ ক্লাস শেষে আমি মুগ্ধ। আমার মনে হয় এক দিনে যা কিছু আয়ত্ব করেছি তাতে আমার অনেকখানি উপকার হয়েছে। তাই আমি চাই FM Method এ একটি কোর্স করবো। এতে করে আমার মেধা আরো বিকশিত হবে আর বিশেষ করে FM Sir এর বইগুলো Follow করলে আমি অনেক কিছু শিখতে পারব।

  • blog
    2017-08-26 08:06:17

    মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ এর অনার্স (ম্যানেজম্যান্ট) বিষয়ে অধ্যয়ণরত ছাত্র - ফখরুল এহসান সাকিব, মোবাইল নং - ০১৮৬৯০৫৩৫৬৫, ১১.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ FM Method এ সেমিনার ক্লাস শেষে আমি বুঝতে পেরেছি যে, এতদিন আমরা ইংরেজি শেখার জন্য ভুল পদ্ধতি অনুসরণ করেছি। ইংরেজি শেখার জন্য আমি মনে করি FM Method এর নিয়ম অনুযায়ী শিখলে খুব দ্রুত ও সহজে ইংরেজি শিখতে পারবো।

  • blog
    2017-08-26 07:57:58

    কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র - এমদাদ হোসেন জুয়েল, মোবাইল নং-০১৮৩৮১৩০৮৬৩, FM Method এর যাত্রাবাড়ি শাখায় (০১৭৩০০৫০২৩৯) ০৪.০৮.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ FM Method এ ক্লাস শেষে আমি মুগ্ধ। আমার মনে হয় এক দিনে যা কিছু আয়ত্ব করেছি তাতে আমার অনেকখানি উপকার হয়েছে। তাই আমি চাই FM Method এ একটি কোর্স করবো। এতে করে আমার মেধা আরো বিকশিত হবে আর বিশেষ করে FM Sir এর বইগুলো Follow করলে আমি অনেক কিছু শিখতে পারব।

  • blog
    2017-08-26 07:30:39

    ঢাকা মহানগর মহিলা কলেজ এর বি.বি.এ ৪র্থ বর্ষ (ব্যবস্থাপনা) এর ছাত্রী- মোসাম্মৎ নছিফা আক্তার, মোবাইল নং - ০১৯২৯+++০৫৯, ০৭.০৭.১৭ তারিখ FM স্যারের FM Method এর Orientation Class এ উপস্থিত থাকার পর লিখেছেন ─ আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি মনে করি এখন আমি কিছু শিখতে পারবো।

  • blog
    2017-08-26 04:50:30

    FM স্যারের স্পষ্ট বক্তব্য - Grammar শিখতে হয় ভাষা শেখার পরে। অর্থাৎ আগে ভাষা, পরে Grammar ।

  • blog
    2017-08-26 04:48:27

    এছাড়াও প্রতিটি দুই মাসের Academic English Course

  • blog
    2017-08-24 13:59:34

    Dear Sir, I Want learn English , Can I Admit

  • blog
    2017-08-24 13:59:34

    Hello Sir, Fm Method Is best training center in dhaka

  • blog
    2017-08-24 13:59:34

    It's A Message For Second Test File

  • blog
    2017-08-24 13:59:34

    This is test Message For FM Method

Events

    Very soon we are going to start online orientation class of FM sir, every Friday, at 9:00a.m.  Anybody can watch it on this site free of cost.

    Anybody can attend online Speaking, Writing, Presentation, Vocabulary and Grammar course on FM Method, all 5 in one course. Fluency development will be an extra excellence.
    For admission follow the online Registration Process.



     

     

     

     

     

     

     

     

     




     


Notice Board

    Online admission going on.

    Course fee- 10000/-            Discount -50%                 
    Course develops 6 skills

         i) Fluency,    ii) Vocabulary,    iii) Speaking,  iv) Writing,  v) Presentation and  vi) Grammar

    Online course of FM sir starts

    • 5:00p.m. to -6:30p.m batch starts from October 22, 2017
      7:00p.m to -8:30p.m batch starts from October 24, 2017
      For admission follow the online Registration Process.

Live lecture of FM sir starts at 9:30a.m. on every Friday. It's free for all

E-Book


Address


FM Institute,FM Tower, 1/1, East Razabazar

Farmgate, Dhaka-1215,Bangladesh

ferozmukul.fmmmethod@gmail.com

Phone : +880-2-9130290

Telefax : +880-2-9144334

Cell : +88-01730050200

Location

Feedback

Copyright © 2017 FM Method. All Rights Reserved.
We Accept:
Design & Developed by BASE IT